ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে অটোরিকশার ধাক্কায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ৪, ২০২২
জয়পুরহাটে অটোরিকশার ধাক্কায় গৃহবধূ নিহত সড়ক দুর্ঘটনায় নিহত মিতু আক্তারের বাড়িকে শোকের মাতম

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার মাস্টারপাড়া এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মিতু আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (০৪ মে) দুপুর আড়াইটার দিকে ধারকী-হিচমী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মিতু জেলা সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা আবু হাসানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বানিয়াপাড়া শ্বশুর বাড়ি থেকে মা, ভাই, ভাবীসহ পাঁচজনকে নিয়ে একটি অটোরিকশায় করে বাবার বাড়ি পাঁচবিবি উপজেলায় রওনা দেন গৃহবধূ মিতু।

পথে ধারকী-হিচমী সড়কের মাস্টারপাড়া এলাকায় এলে অটোরিকশা থেকে পড়ে যান মিতু। এ সময় সামনের দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে আধা ঘণ্টা পরই মিতুর মৃত্যু হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বাংলানিউজকে জানান, কোনো ধরনের অভিযোগ না থাকায় নিহত গৃহবধূ মিতুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।