ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় সাপের কামড়ে তামিম হোসেন (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  রোববার (১৪) আগস্ট ভোর রাতে এই ঘটনা ঘটে।

তামিম হোসেন উপজেলার ধোপাপাড়া গ্রামের নবি হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। ঘুমন্ত অবস্থায় ওই স্কুলছাত্রকে বিষধর সাপ কামড়ালে তার মৃত্যু হয়।

তামিমের বাবা নবি হোসেন জানান, রাতে লেখাপড়া শেষে খাওয়ার পর তার সন্তান নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। শেষ রাতে সাপে কামড়ালে চিৎকার দেয়। এরপরে দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে সাপের কামড়ে মৃত্যু হওয়ায় পরিবারের কোনো অভিযোগ নেই। তাই তামিমের মরদেহ দাফনের ব্যবস্থা করতে তার পরিবারকে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২ 
এসএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।