ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে ২৪ ঘণ্টা পর ভেসে উঠলো স্কুলছাত্রের মরদেহ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
সিলেটে ২৪ ঘণ্টা পর ভেসে উঠলো স্কুলছাত্রের মরদেহ 

সিলেট: সিলেটে সুরমা নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ভেসে উঠলো স্কুলছাত্র মাহিন আহমদ মাহির মরদেহ।  

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে নগরের কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে।  

এর আগে, বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নগরের পূর্ব বুরহানাবাদ মসজিদের সামনে খেয়াঘাটে সুরমা নদীতে বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মাহি।  

নিহত মাহিন আহমদ মাহি সিলেট নগরের সাদাটিকর আশা-৮৪ বাসার মো. বাবু মিয়ার ছেলে ও স্থানীয় এবিসি কিন্ডারগার্টেন স্কুলের ৭ম শ্রেণী ছাত্র।  

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, আগেরদিন বিকেলে গোসল করতে গিয়ে মাহি নদীতে নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে নদীতে নামলেও খোঁজ মিলেনি। একইভাবে আজো উদ্ধার অভিযান চালানো হয়। বিকেলে মাহির মরদেহ নদীতে ভেসে উঠলে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।