ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে চিনি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে চিনি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে চিনি বিক্রির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের আনন্দ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, খোলা বাজারে চিনির সরকার নির্ধারিত মূল্য ৯০ টাকা। অথচ কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তাদের কাছে প্রতি কেজি চিনি ১০৫-১১০ টাকা দরে বিক্রি করছিলেন। আজকের অভিযানে চিনির মূল্য বেশি রাখায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এরমধ্যে রিপন স্টোরকে চার হাজার, মিনা বাজার স্টোরকে তিন হাজার টাকা, মেসার্স নূরতাজ স্টোরকে দুই হাজার টাকা ও মেসার্স মথুর পাল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।