ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৩, জুলাই ৩, ২০২২
এবার টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে বৃষ্টির বাধায় ফল আসেনি। বাংলাদেশ ১৩ ওভার ব্যাট করেছিল, এরপর হাজির হয় বৃষ্টি।

শেষ অবধি ম্যাচ ঘোষণা করা হয় পরিত্যক্ত।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ডমিনিকার উইন্ডসর পার্কে আজ (৩ জুলাই) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতেও টস জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয়ান অধিনায়ক নিকোলাস পুরান। বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য দুই দফায় কমে হয় ১৪ ওভার। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৩ ওভার খেলে ১০৫ রান করার পর বৃষ্টি এলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময় : ২৩০১, জুলাই ৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।