ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, সেপ্টেম্বর ২৭, ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, আহত ৮ ...

চট্টগ্রাম: পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের দুই বাসের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আমজুর হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- মো. সুমন (৩৩), আবদুল বারেক (৪০), নেছার (৪৫), মোস্তফা (৩৮), আবু তাহের (৬০), রাশেদা (২৩), মঈনুদ্দিন (২৫) ও জুনায়েদ (২৭)। গুরুতর আহত নেছারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, দ্রুতগতির দুইটি ঈগল পরিবহনের বাস একটি আরেকটিকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীরা আহত হন।  

ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই ঈগল বাসের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একটি বাসা থানা হেফাজতে রয়েছে।  

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ