চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ১১টি কারাগারেই গত তিনমাসে কোনো শিশু-কিশোর কারাগারে বন্দি নেই। বিভাগীয় কমিশনার দপ্তরের তৈরি করা হিসেব অনুসারে চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে কারাগারে কোনো শিশু আটক ছিল না।
সোমবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য তুলে ধরা হয়।
বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, মোহা. শফিকুল ইসলাম, কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা সহ বিভাগের ১১টি জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদোন্নতি পাওয়া সাহেদা ফাতেমা সভায় বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র তুলে ধরেন। সেই কার্যপত্রে গত তিনমাসে কারাগারে কোনো শিশু আটক না থাকার বিষয়টি উঠে আসে।
এ বিষয়ে সভায় উপস্থিত সবাই সন্তুষ্টি প্রকাশ করেন। তবে বিনা বিচারে বিভিন্ন কারাগারে কয়েদি বন্দি থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘কোথাও কোথাও বিনা বিচারে দীর্ঘ বছর ধরে কারাগারে বন্দি থাকছে কিছু কয়েদি। আমরা পত্র পত্রিকায় দেখে আসছি এ রকম ঘটনা। এটা আমাদের জন্য বিব্রতকর। এভাবে কাউকে আদালতে না তোলে কারাগারের বছরের পর বছর ধরে বন্দি রাখার ঘটনা যাতে না ঘটে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ’
এদিকে চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে বিভাগের ১১ জেলার মধ্যে ৮টি জেলাতেই ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, খুন, আহত, অবৈধ অস্ত্র উদ্ধার, সম্পত্তির ক্ষতিসাধন, অপহরণ, রাহাজানি-দস্যুতা, প্রাণহানি-অপমৃত্যু, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, দাঙ্গা, চুরি, এসিড আইনে সংঘটিত অপরাধ ও অন্যান্য অপরাধ হ্রাস পেয়েছে।
সবমিলিয়ে নভেম্বর মাসে অক্টোবরের তুলনায় অপরাধ হ্রাস পেয়েছে ২৪১টি। এর মধ্যে চট্টগ্রাম নগর ও জেলায় অপরাধ হ্রাস পেয়েছে ৯৮টি, কক্সবাজারে ২৪টি, নোয়াখালীতে ৩৫টি, লক্ষীপুরে ১৭টি, কুমিল্লায় ৫৯টি, বাহ্মণবাড়িয়ায় ৩৩টি, খাগড়াছড়িতে ১টি, বান্দরবানে ১০টি তুলনামূলক অপরাধ হ্রাস পেয়েছে।
তবে অক্টোবরের তুলনায় নভেম্বরে ফেনীতে ১৩টি, চাঁদপুরে ২১টি ও রাঙামাটিতে ২টি তুলনামূলক অপরাধ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
টিএইচ/টিসি