ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

সবার নজর কাড়ছে কাশফুল, দর্শনার্থীদের ভিড়

শরিফুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
সবার নজর কাড়ছে কাশফুল, দর্শনার্থীদের ভিড় ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: টাঙ্গন নদীর ধারের প্রকৃতি সেজেছে যেন এক নৈসর্গিক সাজে। একদিকে নদীর কলতান, অন্যদিকে কাশফুলের সৌন্দর্য, যা নজর কাড়ছে সবার।

শরৎকালকে বলা হয় নৈসর্গিক সৌন্দর্যের অনন্য ঋতু। আর এই শরৎকালে প্রাকৃতিকভাবে জন্মে ওঠা কাশবনের সাদা ফুলের রাশি নজর কেড়ে নেয় সবার।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের শইফতপাড়া ব্রিজের পাশে এই সৌন্দর্য নজর কাড়ছে সবার। সাদা কাশফুলের শুভ্রতা ও নদীর কলতানে বিমুগ্ধ হচ্ছেন প্রকৃতি প্রেমীরা। এর সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে।

চলতি বছরের বুধবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, স্থানীয় বামন শ্মশান ঘাটের পাশেই ছোট এই নদীর ধারে জন্মানো সাদা কাশফুলের কোমল শুভ্রতা ছড়াচ্ছে প্রকৃতিতে। আর আকাশের সাদা মেঘের সঙ্গে বাতাসে দোল খাওয়া কাশফুল ও নদীর স্নিগ্ধ-শান্ত রূপ আকৃষ্ট করছে ছোট বড় সবাইকে। তাই প্রভাতের স্নিগ্ধ আলো আর গোধূলি লগ্ন অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত মানুষের পদচারণায় মুখরিত থাকছে এই কাশবনটি।

ঠাকুরগাঁও শহরের রুবেল বলেন, সারাদিন ব্যস্ত থাকার পর এখানে ঘুরতে এলাম। নদীর ধারে এই কাশফুল দেখে মনটা ভরে গেল। প্রকৃতির এমন রূপ দেখে খুব প্রশান্তি অনুভব করছি।

পরিবার পরিজন নিয়ে দেখতে এসেছেন জীবন হক। তিনি বলেন, মানুষের কাছে শুনে এখানে এসে দূরে নদীর ব্রিজের উপর থেকে দেখি, সূর্যের আলো যখন কাশফুলের ওপরে পরে তখন দেখতে আরও অন্যরকম সুন্দর দেখায়। এখানে নিজে না আসলে অনুভূতিটা কেউ বুঝতে পারবে না।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, কাশফুলের জায়গাটি সরকারি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা এটিকে রক্ষার চেষ্টা করব।

দর্শনার্থীদের অনুরোধ করে তিনি বলেন, আমি অনুরোধ করছি যারা এখানে দেখতে ও ঘুরতে আসছেন আপনারা এই ফুলগুলো না ছিঁড়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে রক্ষা করুন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।