ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের তৃতীয় দিনেও বিনোদনকেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
ঈদের তৃতীয় দিনেও বিনোদনকেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়

ঢাকা: পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে বিভিন্ন পার্ক, উদ্যান, লেক ও গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোতে হৈ-হুল্লোরে মেতে উঠছেন বিনোদপ্রেমীরা।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর ও জাতীয় সংসদ ভবন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

বিকেলে সরেজমিনে এসব বিনোদন কেন্দ্র ঘুরে দেখা যায়, ঈদের দিন ও ঈদের পরের দিনের মতো আজও ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর ও জাতীয় সংসদ ভবন এলাকায় ঘুরতে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ তাদের পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন। কেউ গাছের ছায়ায় বসে মেতেছেন আড্ডায়, কেউবা ঘুরে বেড়াচ্ছেন প্রাকৃতিক পরিবেশে, কেউবা শিশুদের আবদারে চড়ছেন প্যাডেল চালিত নৌকা ও ঘোড়ার গাড়িতে।

বিনোদন কেন্দ্র আগতরা জানান, রাজধানীর ব্যস্ত জীবনে তাদের পরিবার নিয়ে ঘোরার সুযোগ হয়ে উঠে না। তাই ঈদের ছুটিতে সুযোগ পেয়েই বেরিয়ে পড়েছে বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে।

জাতীয় সংসদ ভবন

সকাল থেকেই সংসদ ভবন ঘুরতে ভিড় জমিয়েছেন অনেকে। রোদের তেজ কমতেই সেই ভিড় আরো অনেকগুণ বাড়ে। জাতীয় সংসদের ভেতরে প্রবেশের সুযোগ না থাকলেও বাইরে থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই স্থাপনা দেখে মন জুড়াচ্ছেন আগতরা। কেউ সংসদ ভবনের সামনে নিজের ছবি ফ্রেমবন্দি করছেন মোবাইল ফোনে। সংসদ ভবনের সামনের রাস্তা জুড়ে বসেছে খাবার দোকানসহ বিভিন্ন খেলনার দোকান। সেসব দোকান দেখেই ছুটে যাচ্ছে শিশুরা। এছাড়া সংসদ ভবনের সামনে ছিল ঘোড়ার গাড়িতে চড়ার সুযোগ। সংসদের সামনে থেকে খামার বাড়ি মোড় পর্যন্ত এক রাউন্ড ঘোড়ার গাড়িতে চড়তে গুনতে হচ্ছে ৩০০ টাকা। এছাড়া বল পরীক্ষার যন্ত্রে ঘুষি মেরে নিজের শক্তি পরীক্ষার সুযোগ রয়েছে সেখানে। যদিও প্রতিটি ঘুষির জন্য অংশগ্রহণকারীকে গুনতে হচ্ছে ২০ টাকা করে।

সংসদ ভবনের সামনে বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করছেন আরিফ। তিনি বলেন, গত দুই দিন অনেক মানুষ এসেছে। আজও মানুষের ভিড় রয়েছে। বেচা-বিক্রিও অনেক ভালো হয়েছে।

পরিবার নিয়ে সংসদ ভবন ঘুরতে আসা আশরাফুল রহমান বলেন, এবার পরিবারের সদস্যরা ঈদে ঘুরতে ঢাকায় এসেছে। তাই তাদের নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি। আজ সংসদ ভবন এলাম। এখন থেকে জিয়া উদ্যান যাবো। পরিবার নিয়ে ঢাকায় ঘুরতে ভালোই লাগছে।

ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবর

ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবরেও অসংখ্য দর্শনার্থী ঘুরতে এসেছেন। এখানের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে ছিল বায়োস্কোপ ও প্যাডেল চালিত নৌকায় ভ্রমণ। ৫০ বিনিময়ে বায়োস্কোপ দেখতে ভিড় জমাচ্ছেন ছোট থেকে বড় সবাই। প্রথমবারের মতো বায়োস্কোপ দেখে উচ্ছাসিত শিশুরা।

নিজের মেয়েকে নিয়ে বায়োস্কোপ দেখা তানিয়া সুলতানা নামের এক গৃহিণী বলেন, আমার আর আমার মেয়ে বায়োস্কোপ দেখলাম। খুবই ভালো লেগেছে। আগে টিভি, বইতে বায়োস্কোপের কথা শুনেছি। কিন্তু কখনো দেখিনি। আজ দেখলাম।

এদিকে ধানমন্ডি লেকে প্যাডেল চালিত নৌকায় চড়তে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে ইচ্ছুকদের। মো. পলাশ নামের একজন বলেন, আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি টিকেট পাচ্ছি না। নৌকা কম, কিন্তু চড়ার মানুষ বেশি। তাই নৌকা ঘাটে আসার পর টিকেট দিচ্ছে।

অন্যদিকে রবীন্দ্র সরোবরেও বিনোদেনপ্রেমীদের আড্ডা-গান ও খাওয়া দাওয়ায় মেতে উঠতে দেখা গেছে। কেউ কেউ লেকের ধারে বসে গল্প করছে। কেউ ফুড কোর্টগুলোতে বসে করছেন ভোজন-বিলাস। সব মিলিয়ে রাজধানীবাসীর ঈদ আনন্দ উপভোগ করার এক অন্যতম জনপ্রিয় স্থান হয়ে উঠেছে এই জায়গাটি।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।