ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ধর্ষণচেষ্টার অভিযোগে পাকুন্দিয়ায় গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
ধর্ষণচেষ্টার অভিযোগে পাকুন্দিয়ায় গ্রেপ্তার ২ প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫০)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে যায় শিশুটি। এ সময় হাছু ও মতি শিশুটির সঙ্গে গল্প বলার এক পর্যায়ে ধর্ষণচেষ্টা করেন এবং ভয় ভীতি দেখান। এর আগেও শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন তারা। বাড়িতে গিয়ে শিশুটি তার মায়ের কাছে এ ঘটনা জানায়। পরে সন্ধ্যার দিকে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় অভিযোগ দেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার অভিযুক্ত ওই দুজনকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।