ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

সারাদেশ

ঝড়ে রেললাইনে ভেঙে পড়ল গাছ, ট্রেন চলাচলে বিঘ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৪, এপ্রিল ৩০, ২০২৫
ঝড়ে রেললাইনে ভেঙে পড়ল গাছ, ট্রেন চলাচলে বিঘ্ন সংগৃহীত ছবি

রাজবাড়ীতে ঝোড়ো বাতাসে একটি বড় গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ায় আটকে যায় ‘মধুমতি এক্সপ্রেস’ নামে ঢাকাগামী একটি ট্রেন। এতে ঘণ্টাব্যাপী ট্রেন চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রী ভোগান্তির মধ্যে পড়েন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলা সদর উপজেলার রামচন্দ্রপুর মুচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটকে যাওয়া ট্রেনটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা করেছিল।  

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (লোকো ইনচার্জ) মো. হুমায়ুন কবীর জানান, ট্রেনটি পাঁচুরিয়া স্টেশন অতিক্রম করে রামচন্দ্রপুর মুচিপাড়া এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসের কারণে বড় একটি রেইনট্রি গাছ রেললাইনের ওপর ভেঙে পড়ে। এ সময় লোকো মাস্টার (ট্রেনচালক) ট্রেনটি থামিয়ে দেন। পরে রেলের কর্মী ও স্থানীয় বাসিন্দারা মিলে গাছটি কেটে সরানোর পর প্রায় এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজবাড়ী পৌঁছানোর কথা ছিল। কিন্তু রেললাইনের ওপর গাছ পড়ার কারণে সেটি বিলম্বিত হয়ে ৭টা ৫ মিনিটে স্টেশনে পৌঁছায় এবং ৭টা ১৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, একই কারণে রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকা ‘রাজবাড়ী মেইল’ লোকাল ট্রেনটিও শিডিউল বিপর্যয়ে পড়ে। নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের বদলে ট্রেনটি ছেড়ে যায় রাত ৭টা ১০ মিনিটে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।