নরসিংদী: নরসিংদীতে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে মোস্তফা মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৭ মে) দুপুরে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা মিয়া বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাউশিয়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন ও রুবেলদের একটি ছাগল প্রতিবেশী মোস্তফাদের জমির ঘাস খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের নারীরা ঝগড়ায় লিপ্ত হয়। পরে এ ঝগড়ায় বাড়ির পুরুষরাও যুক্ত হন। এক পর্যায়ে উভয় পক্ষ দা-বটি অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে মারামারিতে লিপ্ত হন। একপর্যায়ে আলাউদ্দিন ও তার ভাই রুবেল প্রতিবেশী মোস্তফা মিয়াকে কুপিয়ে আহত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিকেলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আলাউদ্দিন ও রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
করিমপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুবায়েব খন্দকার বলেন, ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীরা মোস্তফাকে কুপিয়ে হত্যা করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। আমরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করি। তাদের আদালতে সোপর্দ করা হবে।
জেএইচ