ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পরিচিতি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, নভেম্বর ১২, ২০২৪
বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পরিচিতি সভা

কুমিল্লা: বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল  ১১টায় শুভসংঘের বন্ধুরা  ভিসি চত্বরে এসে উপস্থিত হন।

এসময় সংগঠনটির কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে সভায় আলোচনা করা হয়। সংগঠনের সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

আলোচনায় যেসব কর্মপরিকল্পনা নেওয়া হয়ছে, এর মধ্যে অন্যতম হলো- 
১. বিশ্ববিদ্যালয়ের আশেপাশের গরিব-দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
২. বিশ্ববিদ্যালয়ে সাহিত্য প্রতিযোগিতা আয়োজন
৩. বই পাঠের আয়োজন
৪. অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির আওতায় আনা 
৫. ময়লা-আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ডাস্টবিনের পরিকল্পনা
৬. সচেতনতামূলক প্ল্যাকার্ড বিতরণ
৭. খেলার মাঠে ফার্স্ট এইড সহায়তা
৮. ভেটেরিনারি ক্যাম্পেইন 

এনিয়ে সংগঠনটির সভাপতি তারিণ সুমাইয়া বলেন, আমরা প্রথম সভায় বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। একটা একটা করে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমাদের সব কার্যক্রমের মধ্য দিয়ে ক্যাম্পাসে শুভ কাজ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুভ কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।