রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) তত্ত্বাবধানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৬৫ জন অনুপস্থিত ছিলেন।
শুক্রবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় ৫৮০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও নিয়েছেন ৫১৫ জন। অনুপস্থিত ছিলেন ৬৫ জন। উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৭৯ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান পরীক্ষা পরিচালনায় দায়িত্বরত পর্যবেক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখা ও অবকাঠামোগত পরিবর্তন সাধনের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য চমৎকার পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। এ বিশ্ববিদ্যালয় দ্রুত সময়ের মধ্যে অনেক মানুষের জন্য প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে বলে আশা রাখি।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস, বিদ্যুৎ অফিস, পৌরসভা, পরিবহন মালিক সমিতি, হোটেল মালিক সমিতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ সব অংশীজনদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ড. মো. আতিয়ার রহমান।
উল্লেখ্য, শুক্রবার জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ০৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসআরএস