রংপুরের কাউনিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় মোবারক আলী নামে এক কৃষক দল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
হত্যার শিকার মোবারক হোসেন কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও উত্তর বিশ্বনাথ গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
শুক্রবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের চরগনাই এলাকা থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ওই কৃষক দল নেতার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, মোবারক গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাজারে গিয়ে আর বাড়িতে ফেরেননি। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় অভিযোগ করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়ির ৫০০ মিটারের মধ্যে পাওয়া গেলে তাদের সন্দেহ আরও বেড়ে যায়।
শুক্রবার স্থানীয় লোকজন পুরো এলাকা তল্লাশি করতে গিয়ে তার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মোবারকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
এ ঘটনা ঘিরে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কৃষক দল, বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় শতশত জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, নিহত মোবারক আলী এলাকায় অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছেলে হিসেবে পরিচিত। তাকে যারা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিচারের দাবি জানান তারা।
কাউনিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। তিনি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে এবং পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।
আরএ