ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

হযরত শাহজালালে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড

সিলেটে ডাইভার্ট ঢাকার ৫ ফ্লাইট, ২টির অবতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, অক্টোবর ১৮, ২০২৫
সিলেটে ডাইভার্ট ঢাকার ৫ ফ্লাইট, ২টির অবতরণ ফাইল ফটো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার ঘটনায় সিলেটে অবতরণ করেছে ২ ফ্লাইট। এছাড়া মালদ্বীপের আরেকটি ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এরইমধ্যে ৬টা ৬ মিনিটে সিঙ্গপুর থেকে ১৫৩ যাত্রী নিয়ে অবতরণ করেছে বাংলা এস্ট্রা-৩১০ উড়োজাহাজটি। এটিও ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু ঢাকায় সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখায় সিলেটে ফ্লাইটগুলো অবতরণ করছে।

বিমানবন্দর সূত্র জানায়, এ বিমানবন্দরে ঢাকার ৫টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। তবে অন্যগুলোর অবতরণের সময় এখনো নির্ধারণ করা হয়নি।

এরআগে বিকেল ৩টা ৩১ মিনিটে রিয়াদ-ঢাকাগামী বাংলাদেশ বিমনের বোয়িং-৭৭৭ ফ্লাইট (বিজি-৩৪০) ৩৯৬জন যাত্রী নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত দুটি ফ্লাইট অবতরণ করেছে। সর্বশেষ সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে এয়ার এস্ট্রার ফ্লাইট এসে অবতরণ করেছে। মালদ্বীপ থেকে আসা ফ্লাইটটিও অবতরণ করবে সিলেটে। তবে ওই ফ্লাইটের যাত্রী সংখ্যা জানা যায়নি।

তিনি বলেন, রিয়াদগামী ফ্লাইটের ১২ জন যাত্রী সিলেট থেকে নিজ গন্তব্যের উদ্দেশে বেরিয়ে গেছেন। তবে অন্যদের আপাতত অনুমতি দেওয়া হচ্ছে না।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশন অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, যেহেতু ঢাকায় কোনো বিমান নামবে না, তাই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং প্রস্তুতি রাখা হয়েছে।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।