ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মঙ্গলবার লঘুচাপের সম্ভাবনা, হতে পারে নিম্নচাপও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, অক্টোবর ১৮, ২০২৫
মঙ্গলবার লঘুচাপের সম্ভাবনা, হতে পারে নিম্নচাপও ফাইল ছবি

ঢাকা: আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটি পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে রূপ নিতে পারে।  

এমনই আভাস দিয়েছে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ কুমার দাস জানান, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি আগামী মঙ্গলবার লঘুচাপে রূপ নিতে পারে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার এখনও কোনো আভাস নেই।

এক বুলেটিনে তিনি আরও জানান, ২১ অক্টোবর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগর বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। এছাড়া ২২ ও ২৩ অক্টোবর দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং বঙ্গোপসাগরের মধ্যভাগও বিক্ষুব্ধ থাকতে পারে। তাই সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে ২১ অক্টোবর দুপুরের পর থেকেই উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।  

এদিকে দেশের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, ২১ অক্টোবর নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে ওই সময় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

ইইউডি/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।