আবিদা সুলতানাকে চুরির ঘটনায় পিতা মো. মনির হোসেন (৪২) ও সৎ মা রোজিনা বেগম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মো. মনির হোসেন শরীয়তপুর জেলার পালং থানার স্বর্ণঘোষ তালুকদার বাড়ির আবদুস সাত্তার তালুকদারের ছেলে।
সোমবার (২ সেপ্টেম্বর) আবিদা সুলতানাকে চট্টগ্রামে নিয়ে এসে তার মায়ের কাছে হস্তান্তর করে পতেঙ্গা থানা পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বাংলানিউজকে বলেন, ফুলছড়ি পাড়া থেকে চুরি হওয়া ১১ মাস বয়সী শিশু আবিদা সুলতানাকে ঢাকার যাত্রাবাড়ী নিয়ে লুকিয়ে রেখেছিল মনির হোসেন ও তার অপর স্ত্রী রোজিনা বেগম। রোববার (১ সেপ্টেম্বর) পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওসি উৎপল বড়ুয়া জানান, ৩০ আগস্ট বিকেলে শিশু আবিদা সুলতানাকে তার মা রিনা বেগমের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় চুরি করে মনির হোসেন ও তার অপর স্ত্রী রোজিনা বেগম। তারা দুইজন চুরির বিষয়টি অস্বীকার করে আসছিল। এর মধ্যে শিশুটিকে নিয়ে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় বাসায় চলে যান শিশুটির সৎ মা রোজিনা বেগম।
ওসি উৎপল বড়ুয়া জানান, রিনা বেগম মনির হোসেনের দ্বিতীয় স্ত্রী। মনির হোসেন কর্ণফুলী টানেল প্রকল্পের এক কর্মকর্তার গাড়িচালক।
শিশু আবিদা সুলতানাকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি উৎপল বড়ুয়া।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসকে/এসি/টিসি