ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আগরতলা ও চট্টগ্রামের সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আগরতলা ও চট্টগ্রামের সাংবাদিকদের প্রীতি ক্রিকেট খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস

চট্টগ্রাম: আগরতলা স্যন্দন পত্রিকা একাদশ ও চট্টগ্রাম সাংবাদিক একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচে ৪ রানে জয় পেয়েছে চট্টগ্রাম।

বুধবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত প্রীতি টি-২০ ম্যাচে টচ জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সাংবাদিক একাদশ। নির্ধারিত ওভারে ৭ উইকেট ১৩০ রান তোলে চট্টগ্রাম।

 জবাবে আগরতলা স্যন্দন পত্রিকা একাদশ ব্যাটিংয়ে নেমে ৪ বল বাকি থাকতে ১২৬ রানে অলআউট হয়ে যায়।

চট্টগ্রাম সাংবাদিক একাদশের হয়ে ৩১ রান করে ম্যাচ সেরা হয়েছেন সুমন গোস্বামী।

খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। এ সময়  উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শফিকুল আলম জুয়েল।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১২, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।