ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে চীনের অর্থায়নে হবে ১১ তলা ভবন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
চবিতে চীনের অর্থায়নে হবে ১১ তলা ভবন বক্তব্য দেন অধ্যাপক ড. শিরীণ আখতার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চীন সরকারের অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ তলা ভবন নির্মাণের আলোচনা চলছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি বলেছেন, চবির মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুবিধার্থে কক্সবাজারে ১০ একর জায়গা বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তিতে আয়োজিত দুই দিনব্যাপী সূবর্ণজয়ন্তী উৎসবের প্রথম দিন প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য এসব কথা বলেন।  সকাল সাড়ে ১০টায় আনন্দ র‍্যালির মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।

র‍্যালিতে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে চবির সাবেক উপাচার্য এম বদিউল আলম, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর, চাকসুর সাবেক ভিপি আবু আলম চৌধুরী, নাজিম উদ্দীন, সাবেক সংসদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ বক্তব্য দেন।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, গবেষণার মানোন্নয়নে আইটি পার্কের জন্য ইতোমধ্যেই মন্ত্রণালয়কে ১০০ একর জায়গা বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দিকে তাকিয়ে থাকতে হয়। কিন্তু আইটি পার্ক হলে আমাদের আর ইউজিসির দিকে তাকিয়ে থাকতে হবে না। আইটি পার্কের আয়ের টাকা দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় চালাতে পারবো।

বিশেষ অতিথির বক্তব্যে চবির সাবেক উপাচার্য বদিউল আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগেরর শিক্ষক-গবেষকরা নিরবিছিন্নভাবে জ্ঞান বিতরণের মাধ্যমে মানবসম্পদ তৈরিতে ভূমিকা রেখে চলেছেন।

এসময় তিনি বিভাগের শিক্ষক-গবেষকদের দেশের উন্নয়ন-অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।

রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক মো. বখতিয়ার উদ্দিন এবং উম্মে হাবিবার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ভূঁইয়া মোহাম্মদ মনোয়ার কবির ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে সূবর্ণজয়ন্তীর প্রকাশিত বার্ষিকীর মোড়ক উন্মোচন করা হয়। বিভাগের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রথমদিনের অনুষ্ঠান।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে নগরের বহদ্দার হাট স্বাধীনতা কমপ্লেক্সে কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।