৩০ জুন ও ১ জুলাই আখাউড়ায় দুটি ব্রিজের কাজ শেষ হয়। সর্বশেষ সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ব্রিজের কাজ মঙ্গলবার (৭ জুলাই) শেষ হয়েছে।
পরিবহন বিভাগ সূত্র জানায়, একজন লোকোমাস্টার (চালক) যখন ট্রেন নিয়ে একটি নির্মাণাধীন ব্রিজের কাছাকাছি চলে আসে তখন তাকে পুরোপুরি থামতে হয়। থামার পর দায়িত্বরত চৌকিদারের কাছে থাকা একটি কাগজে সই করতে হয়।
প্রতিটি ডেড স্টপেজে লোকোমাস্টারকে ট্রেন থামিয়ে এ কাজ করতে ৬-৭ মিনিট সময় লাগে। এখন তিনটি ব্রিজের কাজ শেষ হওয়ায়, এসব ব্রিজে আর ট্রেন থামতে হবে না। এতে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে একটি আন্তঃনগর ট্রেন ৬ ঘণ্টা লাগলে এখন ডেড স্টপেজ উঠে যাওয়ায় সময় লাগবে ৫ ঘণ্টা ৪০ মিনিট।
রেলওয়ের সাবেক লোকোমাস্টার মো. শামসুদ্দিন মজুমদার বাংলানিউজকে বলেন, প্রতিটি ডেড স্টপেজে ৬-৭ মিনিট পর্যন্ত সময় লাগে। তিনটি ডেড স্টপেজ উঠে যাওয়ায় ২০ মিনিট আগে পৌঁছবে ট্রেন।
পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন বাংলানিউজকে বলেন, ঢাকার আখাউড়ায় ব্রিজ ৪, ব্রিজ-২ এর কাজ ৩০ জুন ও ১ জুলাই শেষ হয়। আজ সীতাকুণ্ডের কুমিরার ব্রিজ-৫৭ এর কাজ শেষ হওয়ার মধ্যে দিয়ে পূর্বাঞ্চলের তিনটি ডেড স্টপেজ উঠে গেলো। এর ফলে নির্ধারিত সময়ের আগে ট্রেন পৌঁছাবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
জেইউ/টিসি