বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) নিজের দলের শোচনীয় পরাজয়ের আভাস পেয়ে তিনি বলেন, আর কোনো নির্বাচনের প্রচারে পার্টির নেতৃত্বে থাকব না আমি।
বুধবার (১২ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে রাতে পরাজয়ের আভাস পেয়ে করবিন বলেছিলেন, এখন পর্যন্ত যে ফলাফলের আভাস আমরা পেয়েছি, তা খুবই হতাশার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টি আসনের ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৩৬৪টি আসন পেয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।
এককভাবে সরকার গঠন করতে বরিস জনসনের পার্টির প্রয়োজন ৩২৬টি আসন। এ হিসেবে তারা নিরঙ্কুশ জয় নিয়ে আবার ক্ষমতায় বসতে যাচ্ছে কনজারভেটিভ পার্টি।
অন্যদিকে, প্রধান বিরোধী দল লেবার পার্টি পেয়েছে ২০৩টি আসন। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) পেয়েছে ৪৮টি আসন। অন্য আরও তিনটি দল পেয়েছ ৩৪টি আসন।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
টিএ