ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে খেলবেন না শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
বিপিএলে খেলবেন না শাহিন আফ্রিদি

বিপিএলে চলতি আসরের জন্য শাহিন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু চোটের কারণে আসর শুরু হওয়ার আগেই ছিটকে গেলেন তিনি।

তাই বিপিএলে এবার খেলা হচ্ছে না পাকিস্তানি এই পেসারের।

গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পরেন শাহিন। চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। আজ থেকে শুরু করেছেন পুনর্বাসন প্রক্রিয়া। পিএসএল দিয়ে আবারও মাঠে ফেরার পরিকল্পনা রয়েছে তার। ফলে বিপিএলে তাকে পাচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফটের বাইরে থেকে শাহিনকে দলে ভিড়িয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা।  

বিদেশি ক্রিকেটারদের মধ্যে অবশ্য মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, আবরার আহমেদকে পাচ্ছে কুমিল্লা। শিরোপা ধরে রাখার মিশনে উদ্বোধনী দিনে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দলটি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।