পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করার পর এবার ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। গুয়াহাটি স্টেডিয়ামে এরইমধ্যে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ইংলিশরা।
বাংলাদেশ দলের একাদশে আজ দুটি পরিবর্তন এসেছে — একাদশে ফিরেছেন রিতু মনি ও সানজিদা মেঘলা। তাদের জায়গা ছেড়েছেন ফারজানা হক ও নিশিতা নিশি।
দুটি দলই প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়ে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে নামছে মাঠে। ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেয় মাত্র ৬৯ রানে, এরপর ১৪.১ ওভারেই ১০ উইকেটে সহজ জয় তুলে নেয়।
অন্যদিকে বাংলাদেশের শুরুটাও ছিল দারুণ। পাকিস্তানের বিপক্ষে শৃঙ্খলাবদ্ধ বোলিং আর হিসাবি, ঝুঁকিমুক্ত ব্যাটিংয়ের দারুণ মিশ্রণে ১২৯ রানে প্রতিপক্ষকে থামিয়ে দেয় তারা। এরপর ৩১.১ ওভারেই সাত উইকেট হাতে রেখে সহজ জয় পেয়ে নিগার সুলতানার দল।
বাংলাদেশ নারী দল (একাদশ): রাবেয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা।
ইংল্যান্ড নারী দল (একাদশ): ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট (অধিনায়ক), ন্যাট সিভার-ব্রান্ট, সোফিয়া ডাঙ্কলি, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসে, শার্লট ডিন, সোফি একলেস্টোন, লিনজি স্মিথ, লরেন বেল।
এমএইচএম