ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঘরের মাটিতে টিম ইন্ডিয়া জিতবে বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ঘরের মাটিতে টিম ইন্ডিয়া জিতবে বিশ্বকাপ ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী বছরের শুরুতেই ভারতের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ঘরের মাঠে ফের খেতাব জিতবে টিম ইন্ডিয়া-এমনটি মনে করেন টেস্টে ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।



প্রথমবার টি-টোয়েন্টির বিশ্বকাপের আসরে শিরোপা জেতা ভারতকে নিয়ে দারুণ আশাবাদী শ্রীকান্ত জানান, ‘এবারের টি-টোয়েন্টির বিশ্বমঞ্চ ভারতের কাছে বড় একটি অর্জন হবে। ক্রিকেটের এ ক্ষুদ্র ফরমেটে ভারত সবসময়ই ভালো খেলে। ২০১৬ বিশ্বকাপেও দলটি ভালো করবে, কারণ তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই বেশি। ’

দ. আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ নিয়েও কথা বলেন ভারতের সাবেক ওপেনার। তিনি বলেন, ‘মোহালিতে আমরা খুব সহজেই সফরকারী দ. আফ্রিকাকে হারিয়েছি। দ্বিতীয় টেস্টের (ব্যাঙ্গালুরু) চারটি দিনই বৃষ্টিতে ধুয়ে গেছে। প্রথম দিনটুকুতে যে খেলা হয়েছে তাতেও আমরাই চালকের আসনে ছিলাম। বৃষ্টিতে পরের চারদিন খেলা না হওয়ায় আমরা আরেকটি জয় থেকে বঞ্চিত হয়েছি। ’

ভারতের সাবেক এ অধিনায়ক আরও যোগ করেন, টেস্টে টিম ইন্ডিয়া বর্তমানে একটি ব্যালান্সড দল। দলটিও আত্মবিশ্বাসের পারদ অনেক উপরের দিকে। আর প্রথম টেস্টে প্রোটিয়াদের সহজে হারিয়ে বিরাট কোহলির দলটির আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। দ্বিতীয় টেস্টে যদি তিনটি দিনও খেলা হতো, দেখা যেত ফলাফল ভারতের পক্ষেই গেছে। প্রচুর তরুণ ক্রিকেটার ভারতের বর্তমান টেস্ট দলটিতে সুযোগ করে নিচ্ছে আর নিজেদের সেরাটাই ঢেলে দিচ্ছে দলের জন্য।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত। গত বিশ্বকাপের আসরে বাংলাদেশের মাটিতে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল ধোনির টিম ইন্ডিয়া। তবে, রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। এবার তাদের চোখ ঘরের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।