ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টির সেরা ইকোনোমি রেট সানির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
টি-টোয়েন্টির সেরা ইকোনোমি রেট সানির ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের এবারের আসরে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি যেন শুরুই হয়েছিল রেকর্ডের ডালা সাজিয়ে। মাত্র ৪৪ রানে অলআউট হয়ে বিপিএলের সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়ে খুলনা। অন্যদিকে, ২.৪ ওভার বল করে কোন রান না দিয়েই ৩টি উইকেট তুলে নেন রংপুর স্পিনার আরাফাত সানি। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে সেরা ইকোনোমি রেটের রেকর্ড।

মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি যেন শুরুই হয়েছিল রেকর্ডের ডালা সাজিয়ে। মাত্র ৪৪ রানে অলআউট হয়ে বিপিএলের সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়ে খুলনা।

অন্যদিকে, ২.৪ ওভার বল করে কোন রান না দিয়েই ৩টি উইকেট তুলে নেন রংপুর স্পিনার আরাফাত সানি। যা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে সেরা ইকোনোমি রেটের রেকর্ড।

সংক্ষিপ্ত ফরমেটের স্বীকৃত ম্যাচে সানির আগে একমাত্র নুয়ান কুলাসেকারাই বোলিং স্পেলে রানশূন্য থাকেন। দু’বছর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ওভারে কোনো রান না দিয়ে একটি উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কান পেসার।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিপিএলের পঞ্চম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে বল হাতে ইনিংসের তৃতীয় ওভারে আসেন আরাফাত সানি। নিজের বোলিং ভেলকিতে ওই ওভারটিতে সানি উইকেটশূণ্য থাকলেও পঞ্চম বলে সোহাগ গাজীর থ্রোতে রান আউট হন আব্দুল মজিদ (৬)।

সানি প্রথম উইকেটের দেখা পান নবম ওভারে। প্রথম বলেই ব্য আরিফুল হককে (৭) এলবিডব্লুর ফাঁদে ফেলেন। একই ওভারের পঞ্চম বলে জুনাইদ খানকে (০) সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন। আর ১১তম ওভারে মোহাম্মদ আসগর (০) ক্লিন বোল্ড করে খুলনা ইনিংসের ইতি টানেন বাংলাদেশ দলের ত্রিশ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।