ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের জবাব দিচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ইংলিশদের জবাব দিচ্ছে ভারত ছবি: সংগৃহীত

রাজকোটে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারী ইংল্যান্ডের থেকে ২১৮ রান পিছিয়ে স্বাগতিক ভারত। হাতে আছে আরও ৬ উইকেট।

ঢাকা: রাজকোটে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারী ইংল্যান্ডের থেকে ২১৮ রান পিছিয়ে স্বাগতিক ভারত। হাতে আছে আরও ৬ উইকেট।

প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়ে বসে ইংল্যান্ড। ইংলিশদের প্রথম ইনিংস শেষ হয় ৫৩৭ রানে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছে স্বাগতিক ভারত।

আগে ব্যাট করা ইংলিশদের হয়ে ওপেনার অ্যালিস্টার কুক করেন ২১ রান আর হাসিব হামিদ করেন ৩১ রান। তিন নম্বরে নামা জো রুট ১২৪ রান করে বিদায় নেন। শতক হাঁকান মঈন আলী এবং বেন স্টোকস। মাঝে বেন ডাকেট ১৩ রান করে বিদায় নেন। রুট আর আলী স্কোরবোর্ডে যোগ করেন ১৭৯ রান।

মঈন আলী ১১৭ রানের ইনিংস খেলার পথে ২১৩ বল মোকাবেলা করেন। তার ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি। অপরদিকে, স্টোকসের ১২৮ রানের ইনিংসে ছিল ১৩টি চার আর দুটি ছক্কা। জনি বেয়ারস্টো করেন ৪৬ রান। শেষদিকে ৩২ রান করেন জাফর আনসারী।

১৫৯.৩ ওভারে ৫৩৭ রানে থামে ইংলিশদের ইনিংস। শতকের ঘর ছুঁয়েছে ভারতীয় বোলার রবীচন্দ্রন অশ্বিন এবং উমেস যাদব। যাদব ১১২ রানের বিনিময়ে নেন দুটি উইকেট। আর অশ্বিন ১৬৭ রান খরচ করে পান আরও দুটি উইকেট।

এছাড়া, ভারতের হয়ে তিনটি উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা, দুটি উইকেট নেন মোহাম্মদ সামি এবং একটি উইকেট লাভ করেন অমিত মিশ্র।

ব্যাটিংয়ে নেমে ১০৮.৩ ওভার থেকে ৩১৯ রান তোলে স্বাগতিক ভারত। ওপেনার মুরালি বিজয় এবং তিন নম্বরে নামা চেতস্বর পুজারা শতক হাঁকান। বিজয় করেন ১২৬ রান। আর পুজারার ব্যাট থেকে আসে ১২৪ রান। ২৯ রানে বিদায় নেন গৌতম গম্ভীর। ২৬ রানে অপরাজিত রয়েছেন দলপতি বিরাট কোহলি। শূন্য রানেই বিদায় নেন অমিত মিশ্র।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।