ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

রাজকোট টেস্টে ইংল্যান্ডের দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, নভেম্বর ১২, ২০১৬
রাজকোট টেস্টে ইংল্যান্ডের দাপট হাসিব হামিদ-ছবি:সংগৃহীত

ভারতের বিপক্ষে রাজকোটে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষেও নিজেদের দাপট অব্যাহত রেখেছে ইংল্যান্ড। ক’দিন আগেই বাংলাদেশের মাটিতে নাস্তানাবুদ হওয়া ইংলিশরা নিজেদের যেন সাদা পোশাকে ফিরে পেয়েছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই স্বাগতিকদের থেকে ভালো করেছে তারা।

ঢাকা: ভারতের বিপক্ষে রাজকোটে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষেও নিজেদের দাপট অব্যাহত রেখেছে ইংল্যান্ড। ক’দিন আগেই বাংলাদেশের মাটিতে নাস্তানাবুদ হওয়া ইংলিশরা নিজেদের যেন সাদা পোশাকে ফিরে পেয়েছে।

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই স্বাগতিকদের থেকে ভালো করেছে তারা।

সফরকারীদের প্রথম ইনিংসে ৫৩৭ রানের পর ৪৮৮ রানে নিজেদের সবকটি উইকেট হারিয়েছে বিরাট কোহলির নেতৃত্বে ভারত। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে বিনা উইকেটে ১১৪ রানে মাঠ ছেড়েছেন অ্যালিস্টার কুকরা। যেখানে প্রথম ইনিংসে ৪৯ রানের পর ভারতের এখন পর্যন্ত মোট টার্গেট দাঁড়িয়েছে ১৬৩ রান।

এর আগে তৃতীয় দিনে ৩১৯ রানে চার উইকেট হারানো ভারত চতুর্থ দিন আরও ১৬৯ রান তুলে ‍বাকি উইকেট হারায়। অধিনায়ক কোহলি ৪০ রান করে আদিল রশিদের বলে হিট আউটের শিকার হন। তবে শেষ দিকে রবিচন্দ্রন অশ্বিনের ৭০ রানের সুবাদে পাঁচশোর কাছাকাছি রান তোলে ভারত। লেগস্পিনার রশিদ পান চার উইকেট। আর সমান দুই উইকেট করে নেন মঈন আলী ও জাফর আনসারি।

এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ করে ইংলিশ শিবির। দিনের বাকি ৩৭ ওভার কোনো উইকেট না হারিয়েই কাটিয়ে দেন দুই ওপেনার কুক ও অভিষিক্ত তরুণ হাসিব হামিদ। ক্যারিয়ারের প্রথম টেস্টেই হামিদ তুলে নেন হাফসেঞ্চুরি। দিন শেষে ১১৬ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। অপরপ্রান্তে ৪৬ রানে মাঠ ছাড়েন কুক।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।