ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩২ মিডিয়া নিয়ে শুরু হচ্ছে ডিএসইসি মিডিয়া ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
৩২ মিডিয়া নিয়ে শুরু হচ্ছে ডিএসইসি মিডিয়া ক্রিকেট

৩২টি মিডিয়া হাউজের অংশগ্রহণে ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর উদ্যোগে, জাগোনিউজ২৪.কমের পৃষ্ঠপোষকতায় আগামী ১০ থেকে ১৪ ডিসেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬।

ঢাকা: ৩২টি মিডিয়া হাউজের অংশগ্রহণে ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর উদ্যোগে, জাগোনিউজ২৪.কমের পৃষ্ঠপোষকতায় আগামী ১০ থেকে ১৪ ডিসেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬। এই টুর্নামেন্টটি চলবে পাঁচদিন।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন তথ্য জানানো হয়। টুর্নামেন্টের স্পন্সর মল ড্রিস্ক ব্রেভার ও কো-স্পন্সর হিসেবে রয়েছে বিস্ক ক্লাব।

সম্মেলনে উপস্থিত ছিলেন জাগোনিউজ২৪.কমের সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর সভাপতি নাছিমা আক্তার সোমা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক, কোষাধ্যক্ষ ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক একেএম ওবায়দুর রহমান।

সম্মেলনে জানানো হয়, জাগো নিউজ ও ডিএসইসি যৌথভাবে প্রথমবারের মতো বিভিন্ন গণমাধ্যমের সাব-এডিটরদের নিয়ে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছেঃ বাংলানিউজ, প্রথম আলো, এটিএন নিউজ, আরটিভি, আলোকিত বাংলাদেশ, দি ইন্ডিপেন্ডেন্ট, বাসস, যমুনা টিভি, জনকন্ঠ, যায়যায়দিন, জাগো নিউজ, যুগান্তর, চ্যানেল ২৪, করতোয়া, নওরোজ, অবজারভার, ইনকিলাব, নয়া দিগন্ত, সংবাদ, সংগ্রাম, সমকাল, সকালের খবর, মানবকন্ঠ, জিটিভি, বণিক বার্তা, ভোরের কাগজ, ইত্তেফাক, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, ডিবিসি চ্যানেল, একাত্তর টিভি ও মোহনা টিভি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।