মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে টসে জিতে উইলিয়ামসন-সাকিবদের ব্যাটিংয়ে পাঠান চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি হায়দ্রাবাদের।
এ ম্যাচে ব্যাটিংয়ে এগিয়ে আনা হয় বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তিনি উইলিয়ামসনের সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন। পরে ৩৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৪৭ রান করে ফেরেন এই আসরে ১৭ ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ৭৩৫ রান করা নিউজিল্যান্ড দলনেতা উইলিয়ামসন। করন শর্মার বলে তিনি ধোনির কাছে স্টাম্পিং হন।
দারুণ শুরু করা সাকিব অবশ্য নিজের ইনিংস লম্বা করতে পারেননি। ১৫ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৩ রান করে তিনি ডোয়েন ব্রাভোর শিকার হন।
শেষ দিকে ২৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত থাকেন পাঠান। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। তাকে সঙ্গ দিয়ে ১১ বলে ৩টি ছক্কায় ২১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কার্লোস ব্র্যাথওয়েট।
চেন্নাই বোলারদের মধ্যে একটি করে উইকেট লাভ করেন লুঙ্গি এনগিদি, শার্দুল ঠাকুর, করন শর্মা, ডোয়েন ব্রাভো ও রবিন্দ্র জাদেজা।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এমএমএস/