রাজশাহী: বৃষ্টির কারণে প্রায় দেড় দিন মাঠে বল না গড়ানোয় অবশেষে রাজশাহী ও বরিশালের মধ্যে অনুষ্ঠিত খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৪তম জাতীয় ক্রিকেট লিগে টায়ার টুয়ের প্রথম রাউন্ডে বরিশাল ও রাজশাহীর মধ্যে খেলার চতুর্থ দিনে দলের পক্ষে ১৮৬ রানে দুই অপরাজিত প্রীতম ও সানজামুল ইসলাম নয়ন ব্যাট করতে নামেন।
৫০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বরিশাল বিভাগ। মাত্র ৩৪ রানে দলের ৪টি মূল্যবান উইকেট হারিয়ে বসে বরিশাল। এ সময় পেস বোলার রানা ও সানজামুল ইসলাম নয়ন ভয়ঙ্কর হয়ে উঠলে বিপদে পড়ে যায় বরিশাল বিভাগ। খেলা শেষ হওয়ার আধা ঘণ্টা আগে উভয় দলের অধিনায়করা মিউচ্যুয়াল হ্যান্ডসেক করার সময় বরিশালের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ছিল ২৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে মাত্র ৭১ রান। দ্বিতীয় ইনিংসে বরিশালের উল্লেখযোগ্য ৩২ রান আসে সালমানের ব্যাট থেকে।
রাজশাহীর বোলারদের মধ্যে রানা ১২ রানে ও সানজামুল ২৯ রানের বিনিময়ে দুটি করে উইকেট লাভ করেন। দুই ইনিংসে ৪ উইকেট ও মূল্যবান ৫৫ রানের কারণে ম্যাচ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাজশাহী বিভাগ দলের অলরাউন্ডার সানজামুল ইসলাম নয়ন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এসএস/আরবি