ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বিপিএলে রংপুরের হয়ে খেলবেন পাকিস্তানের নওয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
বিপিএলে রংপুরের হয়ে খেলবেন পাকিস্তানের নওয়াজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ফিরেছে রংপুর রাইডার্স। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতার দলটি ঘোষণা করেছে নিজেদের প্রথম বিদেশী ক্রিকেটারের নাম।

পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে দলে নিয়েছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দলে নেওয়ার ঘোষণা দেয় রংপুর রাইডার্স। ভেরিফাইড ফেসবুক পেজে তারা লিখেছে, ‘স্বাগতম নওয়াজ! জয়ের লড়াইয়ের গর্জন হবে বিপিএল জুড়ে। ’

পাকিস্তানের হয়ে ৪৮ টি-টোয়েন্টিতে ২৯ ইনিংসে ১৮.৬৩ গড় ও ১৩৬.১৫ স্ট্রাইক রেটে ৩৫৪ রান করেছেন নওয়াজ, বল হাতে ৪৪ উইকেট আছে তার। এর বাইরে সব মিলিয়ে ১৯৬ টি-টোয়েন্টিতে ২২.৮১ গড় ও ১২৬ স্ট্রাইক রেটে ২১৯০ রান করেছেন নওয়াজ।

২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে এবারের বিপিএল। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নবম আসর অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।