বল হাতে যেন রীতিমতো উড়ছেন তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই বলেই নিয়েছিলেন উইকেট।
বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারেই অধিনায়ক সাকিব আল হাসান আস্থা রাখেন তাসকিন আহমেদের ওপর। প্রথম বল ডট দেওয়ার পর দ্বিতীয় বলে দুই রান নেন বাভুমা।
তাসকিনের পরের তিন বলেই কোন রান নেওয়া যায়নি। শেষ বলেই তিনি নেন উইকেট। তার লেন্থ বল উইকেটের পেছনে দাঁড়ানো নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান বাভুমা। ৬ বল খেলে ২ রান করেন প্রোটিয়া অধিনায়ক।
নিজের দ্বিতীয় ওভারে এসে প্রথম বলে রাইলি রুশোর উইকেটের জন্য আবেদন করেছিলেন তাসকিন। ক্যাচ আউটের জন্য নিয়েছিলেন রিভিউও। কিন্তু উইকেটের দেখা পাননি। এই প্রতিবেদন লেখা পর্ন্ত ৩ ওভার শেষে ২৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময় : ০৯১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমএইচবি