ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

উইকেটে থাকতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, অক্টোবর ২৭, ২০২২
উইকেটে থাকতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা

লক্ষ্যটা বড়। ব্যাটারদের কাছেও প্রত্যাশা ছিল ভালো শুরুর।

কিন্তু সেটা এনে দিতে পারলেন না তারা। একে একে সাজঘরে ফিরে গেলেন টপ-অর্ডার ব্যাটাররা, বিপদে পড়ে গেল বাংলাদেশ।  

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়েছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে বাংলাদেশ।

ইনিংসের শুরু ততটা মন্দ হয়নি। দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত মিলে দুই ওভারে তুলেন ২৬ রান। কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলে এনরিক নরকিয়ার বলে উইকেটের পেছনে দাঁড়ানো ডি ককের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য।  

২ ছক্কায় ৬ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে। আরেক ওপেনার শান্তও আউট হন নরকিয়ার বলে। ৯ বলে ৯ রান করে বোল্ড হন তিনি। ৪ বলে ১ রান করে সাকিব আল হাসান ও ৫ বলে ১ রান করে আউট হয়েছেন আফিফ হোসেন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমএইচবি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।