বাংলাদেশের বিপক্ষে অবশ্য লড়াই করে হারে নেদারল্যান্ডস। কিন্তু ভারতের বিপক্ষেও তাও করতে পারেনি।
বৃহস্পতিবার বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। জবাব দিনে নেমে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১২৩ রানে থেমে যায় ডাচরা। হারে ৫৬ রানের বড় ব্যবধানে।
শুরুতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই ৯ রান করে বিদায় নেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ভারতকে। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলি গড়েন ৫৬ বলে ৭৩ রানের দারুণ জুটি। ৩৫ বলে ফিফটি পূরণ করা রোহিত আউট হন ৫৩ রানে। এরপর কোহলিকে সঙ্গ দেন সূর্যকুমার
এই দুই ব্যাটার ৪৮ বলে ৯৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেনে। ৩৭ বলে ফিফটি তুলে নেন বিরাট কোহলি। তিনি অপরাজিত থাকেন ৪৪ বলে ৩ চার ২ ছক্কায় ৬২ রানে। অন্যদিকে সূর্যকুমার শেষ ওভারে ফিফটি পূরণ করেন মাত্র ২৫ বলে। ৫১ রান করে তিনি অপরাজিত থাকেন।
বড় লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে নেদারল্যান্ডস। ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে দেড়শ রানও ছাড়াতে পারেনি তারা। পাঁচজন ব্যাটারই পেরোতে পারেননি দুই অঙ্কের ঘর। দরের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ২০ রান করে টিম প্রিঙ্গল। এছাড়া সমান ১৬ রানের ইনিংস খেলেন ম্যাক্স ও ডৌড, বাস ডি লিড ও শাহরিজ আহমাদ। দুই অঙ্ক পেরোনো বাকি ব্যাটার পল ভ্যান মিকারে খেলেন অপরাজিত ১৪ রানের ইনিংস।
ভারতের হয়ে ৪ ওভারে ১৮ রান খরচায় দুই উইকেট নেন অক্ষর প্যাটেল। জোড়া উইকেট পান ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন ও আর্শদীপ সিংও। বাকি উইকেটটি নেন মোহাম্মদ শামি।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
আরইউ