ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফ্যাসিস্টদের রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: সরওয়ার আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
ফ্যাসিস্টদের রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: সরওয়ার আলমগীর ...

চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. সরোয়ার আলমগীর বলেন, শহীদ  জিয়ার ইতিহাস পড়লে বুঝা যাবে তিনি সুশিক্ষায় শিক্ষিত একজন নেতা। মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান (বীর উত্তম)।

তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।

সম্প্রতি তৃতীয় শিক্ষা সামগ্রী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

অমর একুশে স্মরণে ফটিকছড়িতে পশ্চিম মন্দাকিনী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নাজিরহাট পৌরসভায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. সরোয়ার আলমগীর বলেন, ২৪ এর গণ অভ্যুত্থানে মাস্টার মাইন্ড ছিলো শহিদ জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান। ছাত্র জনতা একত্রিত ছিলো বলে ফ্যাসিস্ট হাসিনার মত একজন খুনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে তবে ফ্যাসিস্টরা আর দেশে মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাবে না।

নাজিরহাট কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এস এম কাউসার চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন মো. হাসান, মো. সফিউল আলম, মো. দিদারুল আলম, মো. জহুর। উদ্বোধক ছিলেন সুয়াবিল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এস এম সফিউল আলম মেম্বার।

মন্দাকিনী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এমএ শাখাওয়াত আরমান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, সিটি সেন্টার আদর্শ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম আবুল ফয়েজ তুহিন, সমাজসেবক মো. মহিন উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা কৃষক দল এর সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মহিউদ্দিন আজম তালুকদার, নাজিরহাট পৌরসভা মহিলা দলের আহ্বায়ক ছলিমা আক্তার শিউলী, নাজিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এস এম কামরুল অপু চৌধুরী, নাজিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক গাজী মো. আমান উল্লাহ, নাজিরহাট পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোজাহারুল ইকবাল লাভলু, সমাজসেবক মো. নুরুল আবছার, গাউসিয়া হক কমিটি মন্দাকিনী শাখার সভাপতি মো. মনিরুজ্জামান মুন্না, পশ্চিম মন্দাকিনী যুব আদর্শ সংঘের সাবেক সভাপতি মো. আজম উদ্দীন, অর্থ ও কার্যদর্শন কর্তৃপক্ষ উৎসর্গ এর সদস্য মুহাম্মদ মনজুরুল আলম, ফকির বাগিচা আদর্শ সংঘের সভাপতি মুহাম্মদ সৈয়দুল হক, সৃজনশীল একতা সংঘের সভাপতি এম এয়াকুব বাদশাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।