ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআরএফ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘টিম সাম্পান’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সিআরএফ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘টিম সাম্পান’ ...

চট্টগ্রাম: ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে সাংবাদিকদের ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) আয়োজিত এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায়  চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম সাম্পান’।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নগরের এমএ আজিজ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চট্টগ্রামে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

এর আগে সকালে চারটি দল দুই গ্রুপে নক আউট পদ্ধতিতে অংশ নেয়। টিম কর্ণফুলী ও টিম সাঙ্গু’র খেলা ১-১ গোলে ড্র হয়। টিম সাঙ্গু’র পক্ষে গোলাম মাওলা মুরাদ ও কর্ণফুলীর পক্ষে মনিরুল ইসলাম পারভেজ একটি গোল করলে নির্ধারিত সময় খেলা অমিমাংসিত থাকে। পরে পেনাল্টিতে নির্ধারিত সবাই গোল করতে ব‍্যর্থ হলে ওয়ান সুট আউটে ট্রাইব্রেকারে মনিরুল ইসলাম পারভেজ একমাত্র গোলটি করলে ফাইনালে উঠে টিম কর্ণফুলী।  

এর পরের ম‍্যাচে টিম সাম্পান ২-০ গোলে টিম হালদাকে হারিয়ে ফাইনালে উঠে। খেলায় সাম্পান দলের পক্ষে সুবল বড়ুয়া ও রফিক হায়দার একটি করে গোল করেন।

ফাইনাল খেলায় টিম সাম্পানের রফিক হায়দারের গোলে ১-০ গোলে টিম কর্ণফুলীকে পরাজিত করে অপরাজিত চ‍্যাম্পিয়ন হয় সাম্পান টিম।  টিম সাম্পানের গোলবার সামলেছেন ফারুক মুনির।  

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব এবং দৈনিক আমার দেশের আঞ্চলিক প্রধান জাহিদুল করিম কচি। তিনি বলেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আয়োজন সাংবাদিকদের দৈনন্দিন পেশাগত চাপ কাটিয়ে উজ্জীবিত করতে সহায়তা করবে। সিআরএফের সার্বিক অগ্রগতিতে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন  এ সাংবাদিক নেতা।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সভাপতি কাজী আবুল মনসুর। এ সময় চট্টগ্রামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন। মেডিক্যাল টিমে সার্বিক সহযোগীতা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের চিকিৎসক হোসনে আরা বেগম।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।