চট্টগ্রাম: রমজান ও ঈদ উৎসবকে ঘিরে ক্রিয়েটিভ হাউজ আয়োজিত ‘চট্টগ্রাম রামাদান মজলিশ-২০২৫’ নগরবাসীর বিপুল সাড়া ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
১৯-২১ মার্চ তিন দিনব্যাপী এই আয়োজন গ্যালেরিয়া-ইউর সেকেন্ড হোম এর অ্যাম্বিয়েন্স হলে অনুষ্ঠিত হয়।
গ্যালেরিয়া-ইউর সেকেন্ড হোম, যা চট্টগ্রামের অন্যতম সুপরিচিত লাইফস্টাইল ডেস্টিনেশন, এই আয়োজনকে দিয়েছে অনন্য মাত্রা। অত্যাধুনিক স্থাপত্যশৈলী, নান্দনিক আলোকসজ্জা, অ্যাম্বিয়েন্স হলের প্রশস্ত ইভেন্ট স্পেস এবং আরামদায়ক পরিবেশে রমজানের উৎসবমুখর আমেজ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের জন্য এটি একটি আদর্শ ভেন্যু হিসেবে কাজ করেছে, যেখানে ছিল সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, চমৎকার ডাইনিং ব্যবস্থা ও একাধিক সাপোর্ট সার্ভিস। অতিথিদের অভ্যর্থনা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় গ্যালেরিয়ার টিমের পেশাদারিত্ব ও আতিথেয়তা বেশ প্রশংসিত হয়েছে।
৩০টিরও বেশি স্টলে জনপ্রিয় রেস্টুরেন্টের ইফতার ও সেহরির বাহারি আয়োজনের পাশাপাশি ফ্যাশন হাউস, জুয়েলারি এবং লাইফস্টাইল ব্র্যান্ডের অংশগ্রহণে এক অনন্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আগত অতিথিরা এই আয়োজনকে উদ্যোক্তাদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
এমন প্রাণবন্ত আয়োজন উপহার দেওয়ার জন্য ক্রিয়েটিভ হাউজ এবং গ্যালেরিয়া অ্যাম্বিয়েন্স হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অংশগ্রহণকারী ব্র্যান্ড ও দর্শনার্থীরা। আগামীতেও এ ধরনের আয়োজনের প্রত্যাশা করছেন চট্টগ্রামবাসী।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
পিডি/টিসি