চট্টগ্রাম: বিএনপি নেতা সাঈদ আল নোমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম আমৃত্যু সাম্য ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁরই দেখানো পথে হেঁটে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, হৃদয়ে দেশপ্রেম এবং মানবপ্রেম নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে তারেক রহমান আমাদের নেতৃত্ব দিয়ে চলেছেন।
‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান সারাজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গিয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সুখ-দুখের সাথী ছিলেন, আস্থার শেষ আশ্রয়স্থল ছিলেন’।
শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের অন্তর্গত ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপি নেতা মরহুম মো. ইউনুসের দুই মেয়ে ও এক ছেলের পড়াশোনার দায়িত্ব নেন বিএনপি নেতা সাঈদ আল নোমান।
এসময় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, হালিশহর থানা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, থানা বিএনপি নেতা জানে আলম, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ জামাল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজু সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসি/টিসি