ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩০ জন মাদ্রাসা শিক্ষার্থীকে উপহার দিল ইগনাইট মিরসরাই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
৩০ জন মাদ্রাসা শিক্ষার্থীকে উপহার দিল ইগনাইট মিরসরাই

চট্টগ্রাম: মিরসরাইয়ে দুটি হেফজ মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছে সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’।  

শুক্রবার (২০ মার্চ) বিকালে এ উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

ইগনাইট মিরসরাইয়ের সভাপতি মেহেদি হাসান জাবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।  

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের উপ-পরিচালক মাওলানা এনায়েত হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মার্কেন্টাইল ইন্সুইরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মীর হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন, রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, ইগনাইট মিরসরাই সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট নাজমুল হাসান, ইঞ্জিনিয়ার তারেক আবদুল্লাহ, হাফেজ মাওলানা এমরান হোসেন প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।