ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রুনির ইতিহাসেও ম্যানইউ’র ড্র, জয় পায়নি সিটিজেনরাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
রুনির ইতিহাসেও ম্যানইউ’র ড্র, জয় পায়নি সিটিজেনরাও ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালে সেরা গোল দাতা হয়েছেন অধিনায়ক ওয়েন রুনি-ছবি:সংগৃহীত

স্টোক সিটির বিপক্ষে নিজের একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালে সেরা গোল দাতা হয়েছেন অধিনায়ক ওয়েন রুনি। তবে দুর্ভাগ্যই বলতে হবে রেড ডেভিলদের। কেননা রুনির ২৫০ গোলের অনন্য এই রেকর্ড সৃস্টির দিনেও কাঙ্খিত জয় তুলে নিতে পারেনি কোচ মরিনহো শিষ্যরা।

সন্তুষ্ট থাকতে হয়েছে ১-১ সমতায়। এই ড্র’য়ে ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে ম্যানইউ।

ইউনাইটেডের সমতার দিনে জয়ের শেষ হাসি হাসতে পারেনি ম্যানচেস্টার সিটিও। টটেনহ্যামের বিপক্ষে ২-২ গোলের সমতা নিয়ে তবেই মাঠ ছাড়তে হয়েছে আকাশী-নীলদের। আর এই সমতায় ২২ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থাকলো হটস্পাররা, যেখানে সিটিজেনরা অবস্থান করছে ৫ নম্বরে।

এর আগে শনিবার (২১ জানুয়ারি) স্ট্যাফোর্ডশায়ারে স্টোক সিটির বিপক্ষে খেলতে নেমে শুরুটা ভাল করতে পারেনি ম্যানইউ। ১৯ মিনিটে, দলটির স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতার আত্মঘাতি গোলে ১-০ তে পিছিয়ে যায় রেড ডেভিলসরা।  

সমতায় ফিরতে ইউনাইটেড আক্রমণ ভাগ কাঁপিয়ে তুলেছে স্বাগতিক স্টোক সেটির রক্ষণ। কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারেনি দলটি।  ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রুনি ও তার সতীর্থরা।

তবে বিরতির পরে জাল খুঁজে পায় সফরকারীরা। ম্যাচের তখন ইনজুরি টাইম, গ্যালারিতে স্বাগতিক দর্শকদের হৈ হুল্লোর চলছে। রেফারির বাঁশির অপেক্ষায় পুরো স্ট্যাফোর্ডশায়ার। ঠিক তখনই দুর্দান্ত ফ্রি কিক থেকে স্বাগতিক জালে বল জড়ালেন রুনি। অমনি পুরো স্টেডিয়ামের দর্শকদের মনে নেমে এল শেষ মুহূর্তের সমতার হতাশা।

তবে স্বাগতিক দর্শকরাও হতাশায় ডুবলেও ম্যানইউ’র হয়ে নিজের ২৫০তম গোলের অনন্য রেকর্ড গড়ে বেশ ফুরফুরে মেজাজেই মাঠ ছেড়েছেন রেড ডেভিলস অধিনায়ক রুনি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।