ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু নির্বাচন: ৯৩৬ প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, সেপ্টেম্বর ২৬, ২০২৫
চাকসু নির্বাচন: ৯৩৬ প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর হাতে রিপোর্ট তুলে দেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

 

এসময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবি মেডিক্যাল সেন্টারের সহকারী রেজিস্ট্রার জুলহাস উদ্দিন মিঞা এবং মেডিক্যাল টেকনোলজিস্ট মোশাহীদুর রহমান খান ও এ বি এম ইউসুফ।

চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মোট ৯৩৬ জন ডোপ টেস্টের জন্য নমুনা প্রদান করেন।

নমুনা প্রদানকারী ৯৩৬ জন প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবি’র চিফ মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।