ঢাকা, সোমবার, ৫ কার্তিক ১৪৩১, ২১ অক্টোবর ২০২৪, ১৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, ৮ কোটি ৭২ লাখ টাকার জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, ৮ কোটি ৭২ লাখ টাকার জাল জব্দ

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল আট দিনে ১৬২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি ১৩ লাখ ৬০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ৯৭৪ টি অভিযান চালানো হয়েছে এবং ৩০৮ শত টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৩৫৫ টি মামলা করা হয়েছে।

যে সময়ে বরিশাল বিভাগে ১৯৩ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ১ হাজার ৪৪৯ বার বিভিন্ন মাছঘাট, ২ হাজার ৬৮৮ বার বিভিন্ন আড়ত ও ১ হাজার ৫৯৯ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গত দুই দিনের অভিযানে ৮ হাজার ৬০৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

পাশাপাশি ৮ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৬০০ টাকা মূল্যের ৪৮ লাখ ৭৮ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ১ লাখ ৭৭ হাজার ৩০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪ 
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।