ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চালু হচ্ছে স্পেশাল ট্রেন, ১ টাকা ১৮ পয়সায় কৃষিপণ্য যাবে ঢাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
চালু হচ্ছে স্পেশাল ট্রেন, ১ টাকা ১৮ পয়সায় কৃষিপণ্য যাবে ঢাকায়

রাজশাহী: রাজশাহী থেকে কৃষিপণ্য পরিবহনে ‘স্পেশাল ট্রেন’ চালু হতে যাচ্ছে। আগামী শনিবার (২৬ অক্টোবর) থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন।

রাজশাহী বিভাগের অধীনে থাকা সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে কৃষিজাত পণ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এই স্পেশাল ট্রেন। এটি রাজশাহী রেলওয়ে স্টেশন হয়ে ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে। এতে প্রতি কেজি কৃষিপণ্য পরিবহনে খরচ পড়বে মাত্র ১ টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে পড়বে ১টাকা ১৮ পয়সা।
 
এই উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজশাহী রেলওয়ে স্টেশনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টোকহোল্ডারদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই সভায় ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ চালু সম্পর্কে এ তথ্য জানানো হয়।

সভায় রেলওয়ে কর্মকর্তারা জানান, ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতি কেজি কৃষিপণ্য ঢাকায় পরিবহন করতে খরচ পড়বে মাত্র ১ টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে রাজধানীর তেজগাঁও এক কেজি কৃষিপণ্য পৌঁছাতে খরচ পড়বে ১ টাকা ১৮ পয়সা।

সভায় জানানো হয়, এই কৃষিপণ্য স্পেশাল ট্রেনের মাধ্যমে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে মালামাল পরিবহন করা যাবে নামমাত্র মূল্যে।  

আর পরিবহনের ক্ষেত্রে উৎপাদিত কৃষিপণ্যের সুরক্ষায় এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি থাকবে রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানও। এর মাধ্যমে টাটকা শাকসবজি, মাছ ও মাংসসহ সব ধরনের পচনশীল কৃষিপণ্য পরিবহন করা যাবে।  

নতুন এই স্পেশাল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশনসহ ১৩টি স্টেশনে যাত্রা বিরতি করবে। এটির শেষ গন্তব্য থাকবে ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশন।

কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলওয়ে স্টেশন, আমনুরা জংশন, কাঁকনহাট, রাজশাহী রেলওয়ে স্টেশন ও চারঘাটরে সরদহ রোড, বাঘার আড়ানি, নাটোরের আব্দুলপুর, আজিমনগর, পাবনা জেলার ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশনেও থামবে। এছাড়া কৃষিপণ্য স্পেশাল ট্রেনের পাশাপাশি সব আন্তঃনগর ট্রেনে প্রতিদিন কৃষিপণ্য ও মালামাল পরিবহনের জন্য লাগেজ ভ্যান তো সংযুক্ত আছে বলেই জানিয়েছেন রেল কর্মকর্তারা।

সভায় পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।