ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটের ডিসির অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মে ১১, ২০২২
জয়পুরহাটের ডিসির অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

জয়পুরহাট: জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুকে অবমাননার প্রতিবাদে জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।  

বুধবার (১১ মে) দুপুর ১২টায় তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় নেতাকর্মীরা জেলা প্রশাসক (ডিসি) ও হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের অপসারণ দাবি করেন।  

হুট করে আয়োজিত এ মিছিলের সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।  

বিক্ষোভ মিছিলে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদুকে জেলা প্রশাসকের ইশারায় অতিথি করা হয় না। আর এ ক্ষোভেই তৃণমূলের নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১১, ২০২২
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।