ঢাকা, শুক্রবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জুন ২০২৪, ২৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

চরফ্যাশনে সাগরে ভেসে আসার ৫ দিন পর সেই বার্জ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
চরফ্যাশনে সাগরে ভেসে আসার ৫ দিন পর সেই বার্জ উদ্ধার

ভোলা: ভোলার চরফ্যাশনে সাগর মোহনায় ভেসে আসার পাঁচদিন পর বিদেশি জাহাজ (বার্জ) উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) বিকেল ৫টায় দুটি টাগবোর্ড বার্জটি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার অভিযান শুরু হয়েছিল দুপুট ১টার দিকে।

কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বার্জটি উদ্ধারের পর সেটিকে বাশখালির দিকে নিয়ে গেছে মালিক পক্ষ 'রিলাইন্স শিপিং কোআপারেশন'। কোস্টগার্ড তাদের কাছে বার্জটি হস্তান্তর করেছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ভোলার চরফ্যাশনে সাগর মোহনার চর নিজাম পয়েন্টে বার্জটি দেখতে পান স্থানীয়রা। এটি চট্রগামের বাশখালি পাওয়ার প্লান্টে কাজের জন্য ভারত কাকীদানা পোর্ট থেকে এমএকোড নিয়ে আনা হয়েছিলো। কিন্তু বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া থাকায় টাগ বোর্ড থেকে বার্জটি ছিড়ে যায়। ফলে টাগ বোর্ডটি পায়রা পোর্টে নিরাপদে চলে গেলেও বার্জটি ভোলার চরফ্যাশনের সাগর মোহনার চর নিজামের চরে আটকা পড়ে।

বার্জ মালিক পক্ষের 'রিলাইন্স অ্যান্ড শিপিং' এর চেয়ারম্যান মো. রাশেদ বলেন, গত বৃহস্পতিবার ভারত থেকে চট্রগ্রামের বাশখালীর দিকে আসার পথে বঙ্গোপসাগরে বার্জটি ছুটে যায়। এটি বাশখালি পাওয়ার প্লান্টের জেটি নির্মানের জন্য পাথর বোঝাই করে আনা হচ্ছিল।

তিনি আরও বলেন, শুক্রবার (১৫ জুলাই) আমারা বার্জটির সন্ধান পেয়ে সোমবার থেকে উদ্ধার কাজ শুরু করি। 'রোজিনা' এবং 'এম একোডে' দিয়ে বার্জের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, সাগরে ভেসে আসা বার্জটি কোস্টগার্ডের মধ্যমে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।