ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

বরিশালে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে তরুণ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
বরিশালে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে তরুণ নিহত

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

একইসঙ্গে গুলিতে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। র‍্যাব বলছে, নিহত তরুণ মাদক কারবারি ছিলেন।  

সোমবার (২১ এপ্রিল) বিকেলে আগৈলঝাড়া উপজেলার জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে নিহত সিয়াম মোল্লা বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা মো. রিপন মোল্লার ছেলে।  

আহত রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে। তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ বিষয়ে বরিশাল র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক জানান, তাদের একটি দল মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল। এ সময় ওই দলের ওপর হামলা হয়। এতে র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা গুলি করেন। অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।  

আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় র‌্যাব সদস্যরা অভিযানে যান। তখন মাদক কারবারিদের সঙ্গে প্রথমে হাতাহাতি হয়। এ সময় র‌্যাব সদস্যরা আহত হন। পরে আত্মরক্ষার্থে গুলি করেন।  

তি‌নি ব‌লেন, এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।