কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খিলকাটা গ্রামে বন্যহাতির আক্রমণে জান্নাত আরা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত আরা ওই ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া গ্রামের নুরুল কবিরের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, খিলকাটা গ্রামে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ফসলি জমিতে কাজে যান জান্নাত আরা। এসময় পাহাড় থেকে খাবারের খোঁজে নেমে আসা বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বিষয়টি থানায় ও বন বিভাগকে অবগত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসআরএস