ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ক্যানবেরায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
ক্যানবেরায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

ঢাকা: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় গত শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোররা বঙ্গবন্ধুর ওপর বক্তব্য দেওয়া, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করে।

শিশুরা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর মানবিকতা ও শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার ওপর আলোকপাত করে।  

এ সময় শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন এবং তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হাইকমিশনার আল্লামা সিদ্দিকীর সহধর্মিনী রাসনা ফারুক সিদ্দিকী।  

শনিবার (১৮ মার্চ) ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. দেওয়ান শাহরিয়ার ফিরোজ ও প্রবাসী বাংলাদেশিরা। বক্তারা উল্লেখ করেন, প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সব সময় বেঁচে থাকবে। বাংলাভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের জনগণের স্বার্থের বিষয়ে বঙ্গবন্ধু কখনও আপস করেননি। বঙ্গবন্ধুর জীবন থেকে শিশুদের অনুপ্রেরণা নিয়ে মানবদরদী হিসেবে বেড়ে ওঠার ওপর জোর দেন তারা।

এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত এবং নিজ নিজ ধর্মমতে মৌন প্রার্থনা করা হয়। এছাড়া রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রদত্ত বাণী পাঠ করা হয়। এর আগে সকালে চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফিরোজ জাতীয় পতাকা উত্তোলন করেন।

এসব অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।