ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ১৮, ২০২৩
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় একজন নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিমেন্টবাহী একটি ট্রাক ধাক্কা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভেকুর (স্কেবেটর) সংঘর্ষে লিটু ফকির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ভেকুতে (স্কেবেটর) থাকা অপর তিন ব্যক্তি।

গতকাল বুধবার (১৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুর এলাকার ভাঙ্গালপুল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটু ফকির ফরিদপুর জেলার সালথা উপজেলার কামাইরদিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে। তিনি ভেকুর কন্ডাক্টর।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক সজীব মণ্ডল জানিয়েছেন, ঢাকাগামী সিমেন্টবাহী একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভেকুকে ধাক্কা দেয়। এতে ভেকুর কন্ডাক্টর লিটু ফকির নিহত হয় এবং ভেকুতে থাকা অপর তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

তিনি আরও জানান, পরে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এসে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত ট্রাক তাদের হেফাজতে নেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় ১১৩৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।